Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

 অবিভক্ত ভারতের কেন্দ্রীয় সরকারের নির্বাচীত প্রতিনিধি গিয়াস উদ্দিন চৌধুরীর নাম অনুসারে গিয়াসনগর  ইউনিয়নের নামকরণ করা হয়। অত্র ইউনিয়নের পূর্বাঞ্চল পাহাড় এবং পশ্চিমাঞ্চল হাওর বেষ্টিত। ২৯ টি গ্রাম নিয়ে গঠিত গিয়াসনগর ইউনিয়ন যেন প্রকৃতির বৈচিত্রময় জনপদ। মৌলভীবাজার সদর উপজেলার শ্রীমঙ্গল গ্রামে ইউনিয়নটির অবস্থান।

 

ক)নাম-১২নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদ।

খ)আয়তন-২৫.৯০বর্গ কি:মি:

গ)লোকসংখ্যা: ৩০,৮২১ জন (মহিলাঃ ১৪৯২০ জন, পূরুষঃ ১৫৯০১ জন)

ঘ)গ্রামের সংখ্যা:        ২৯ টি

ঙ)মৌজার সংখ্যা:       ২৪ টি

চ)হাট/বাজারের সংখ্যা-০৫টি

ছ)উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, টেম্পু,অটোরিক্সা, ইজি বাইক, প্রাইভেট কার ইত্যাদি যান-বাহনের মাধ্যমে।

জ)শিক্ষার হার: ৪৯.৮% (২০১১ সালের আদমশুমারী অনুসারে)

ঝ)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা-          ১০টি

ঞ)বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা-      ০২টি

ট)উচ্চ বিদ্যালয়- ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - ০১টি

ঠ) জে এস সি কেন্দ্র ১টি

 স্থান :নতুনবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়

ড)মাদ্রাসা-৬টি  (এম পি ও ভূক্ত নয়)

ঢ)দায়িত্বরত চেয়ারম্যান-মোঃ মনোয়ার হোসেন

ন)গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-

ত)ঐতিহাসিক পর্যটন স্থান-২টি (মৌলভী চাবাগান ও প্রেমনগর চাবাগান)

থ)ইউপি নতুন ভবন স্থাপিত কাল: সাল ২০০৬ইং

দ)নবগঠিত পরিষদের বিবরণ:

            শপথ গ্রহনের তারিখ:১৭-৮-১১

            প্রথম সভার তারিখ: ১৮/০৮/১১

            মেয়াদ উত্তীর্নের তারিখ:১৬/০৮/২০১৬

 

ধ)গ্রাম সমূহের নাম

ভূজবল, ফাজিলপুর, রাধাকান্তপুর, করিমনগর, শ্রীমঙ্গল, শুনগড়ি,  গোয়ালা,  দরিয়ারমহল, আনিকেলীবড়, গৌরারগাঁও, বাণিকা, বাড়াভীম, নিজভাগ,  কালিয়ারগাঁও, আনিকেলীবুদা, সুরুকেলী, মোহাম্মদপুর, রণভীম, বোবাসাড়া, দাশরাইল, রাঙ্গুড়িয়া, শাহাপুর, গিয়াসনগর, গোমড়া, প্রেমনগর চাবাগান, নিতেশ্বর, কদুপুর,আকবরপুর, মৌলভী চাবাগান। 

ন)ইউনিয়ন পরিষদের জনবল

  নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন

  ইউনিয়ন পরিষদ সচিব: ১ জন

  ইউনিয়ন গ্রাম পুলিশ   : ১০ জন