মৌলভীবাজার জেলার সদর উপজেলাধীন ১২ নং গিয়াসনগর ইউনিয়নের আনিকেলী গ্রামে বিদ্যালয়টির অবস্থান। উপজেলা হতে বিদ্যালয়ের দুরত্ত ১৫ কিঃ মিঃ।
স্থানীয় গ্রামের নাম অনূসারে বিদ্যালয়টির নামকরণ করা হয়। বিদ্যালয়টি ১৯৭৩ সালে জাতীয় করণ করা হয়। বিদ্যালয়ের ভূমির পরিমাণ ৩০ শতক। বিদ্যালয়ের পাশ দিয়ে মৌলভীবাজার হতে ভৈরবগঞ্জ বাজার পর্যন্ত পাকা রাস্তা চলে গেছে। হাইল হাওড়ের পূর্ব দিকে বিদ্যালয়ের অবস্থান।
শ্রেণী | বালক | বালিকা | মোট | মুসলিম | হিন্দু | বৌদ্ধ | খ্রীষ্ঠান | মোট |
শিশু শ্রেণী | ০৪ | ০৪ | ০৮ | ০৭ | ০১ | -- | -- | ০৮ |
১ম শ্রেণী | ২৫ | ২২ | ৪৭ | ৩১ | ১৬ | -- | -- | ৪৭ |
২য় শ্রেণী | ৩০ | ৩৫ | ৬৫ | ৫৯ | ০৬ | -- | -- | ৬৫ |
৩য় শ্রেণী | ৩০ | ২৯ | ৫৯ | ৪৫ | ১৪ | -- | -- | ৫৯ |
৪র্থ শ্রেণী | ১৭ | ৩৩ | ৫০ | ৪৪ | ০৬ | -- | -- | ৫০ |
৫ম শ্রেণী | ১২ | ১৭ | ২৯ | ২১ | ০৮ | -- | -- | ২৯ |
মোটঃ | ১১৮ | ১৪০ | ২৫৮ | ২০৭ | ৫১ | -- | -- | ২৫৮ |
সর্বমোট ছাত্র-ছাত্রীঃ ২৫৮ জন।
১। সৈয়দ শওকত আলী -- সভাপতি
২। মোঃ ছমছু মিয়া -- সহ সভাপতি
৩। পটল মহাষ্য দাশ -- সদস্য সচিব
৪। আব্দুল হেকিম চৌধুরী -- সদস্য
৫। মোঃ রানু মিয়া -- সদস্য
৬। সৈয়দ আজমল আলী -- সদস্য
৭। মোঃ মুকিদ মিয়া -- সদস্য
৮। উত্তম কুমার দাশ -- সদস্য
৯। নার্গিস আক্তার -- সদস্য
১০। নাজমা আক্তার -- সদস্য
১১। শেলী বেগম -- সদস্য
১২। মিরা রানী পাল -- সদস্য
বছর | ছাত্র | ছাত্রী | মোট | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৭ | ০৯ | ১৩ | ২২ | ২০ | ৯০% |
২০০৮ | ০৭ | ১৪ | ২১ | ২১ | ১০০% |
২০০৯ | ১৪ | ১৬ | ৩০ | ২২ | ৮৪% |
২০১০ | ১২ | ১০ | ২২ | ২০ | ৯০% |
২০১১ | ১৪ | ০৬ | ২০ | ২০ | ১০০% |
চলমান প্রক্রিয়া ১২৪ জন।
২০১১ সালে সমাপনী পরীক্ষায় শতভাগ সাফল্য।
উচ্চ বিদ্যালয়ে রুপান্তর করার পরিকল্পনা আছে।
প্রধাণ শিক্ষক, আনিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,
ইমাম বাজার, মৌলভীবাজার।
অনিক পাল, তপসী পাল, ইমন আলী সহ ২০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস