গিয়াসনগর ইউনিয়নের আনিকেলীবড় গ্রামে বিদ্যালয়টির অবস্হান। বিদ্যালয়টি একটি একতলা ভবন। এতে ৩ টি শ্রেণী কক্ষ ও ১ টি অফিস কক্ষ আছে। এই বিদ্যালয়ে ৪ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন। ১৬৯ জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত আছে।
১৯৭৩ সালে ৪ জন শিক্ষক-শিক্ষিকা দ্বারা দু চালা টিনের ঘরে পাঠদান কার্যক্রম শুরু হয়। ৩০ শতাংশ জমি বিদ্যালয়ের জন্য দান করা হয়। ১৯৭৬ সালে বিদ্যালয়টির রেজিস্ট্রেশন হয়। ১৯৯৪ সালে বর্তমান এক তলা ভবনটি নির্মিত হয়।
শ্রেণী | বালক | বালিকা | মোট | মুসলিম | হিন্দু | বৌদ্ধ | খ্রীষ্ঠান | মোট |
শিশু শ্রেণী | ১০ | ০৮ | ১৮ | ১৭ | ০১ | -- | -- | ১৮ |
১ম শ্রেণী | ১৬ | ২৩ | ৩৯ | ৩৫ | ০৪ | -- | -- | ৩৯ |
২য় শ্রেণী | ১৬ | ২০ | ৩৬ | ৩৫ | ০১ | -- | -- | ৩৬ |
৩য় শ্রেণী | ২২ | ১৪ | ৩৬ | ৩৪ | ০২ | -- | -- | ৩৬ |
৪র্থ শ্রেণী | ১৫ | ১৫ | ৩০ | ৩০ | -- | -- | -- | ৩০ |
৫ম শ্রেণী | ০২ | ০৮ | ১০ | ১০ | -- | -- | -- | ১০ |
মোটঃ | ৮১ | ৮৮ | ১৬৯ | ১৬১ | ০৮ | -- | -- | ১৬৯ |
সভাপতি জনাব মোঃ ইউসুফ, ১১ সদস্যর পরিচালনা কমিটি।
বছর | ছাত্র | ছাত্রী | মোট | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৭ | ০৩ | ০৮ | ১১ | ১১ | ১০০% |
২০০৮ | ০৩ | ১২ | ১৫ | ১৪ | ৯৪% |
২০০৯ | ০৩ | ০৫ | ০৮ | ০৮ | ১০০% |
২০১০ | ০৪ | ০৭ | ১১ | ১১ | ১০০% |
২০১১ | ০৩ | ১০ | ১৩ | ১৩ | ১০০% |
চলমান প্রক্রিয়া ৬৭ জন।
বিগত ৩ বছরে সমাপনী পরীক্ষায় ১০০% পাস।
বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট' ২০১২ এ ইউনিয়ন পর্যায়ে পুরস্কৃত।
মান সম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা।
প্রধাণ শিক্ষক, মধ্য আনিকেলী রেঃ বে সরকারি প্রাথমিক বিদ্যালয়,
মধ্য আনিকেলীবড়, গিয়াসনগর, মৌলভীবাজার।
মোত্তাকিন মিয়া, রিক্তম চন্দ্র পাল, ফাতেহা বেগম, শাজমিন বেগম, রুজি বেগম, মোস্তাকিম আহমেদ, আনোয়ার হোসেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস