বিদ্যালয়টি ১২ নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের আওতাধীন করিমনগর গ্রামের অফিসবাজার এলাকায় অবস্থিত। বিদ্যালয়ের লিকটেই ১২ নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদ, তহশীল অফিস ও একটি স্যাটেলাইট হাসপাতাল রয়েছে।
বিদ্যালয়টি ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। জমির পরিমাণ '২৭ শতক ১৯৭৩ সালে সরকারিকরণ করা হয়। এই বিদ্যালয়ে ৩ টি শ্রেণীকক্ষ ও ১ টি শিক্ষকের কক্ষ আছে। বিদ্যালয়ের শিশু জরীপ এলাকায় ৪ টি স্বনাম ধন্য গ্রাম রয়েছে।
সর্ব মোট ছাত্র-ছাত্রীঃ (শ্রেণীভিত্তিক)
শ্রেণী | বালক | বালিকা | মোট | মুসলিম | হিন্দু | বৌদ্ধ | খ্রীষ্ঠান | মোট |
শিশু শ্রেণী | ১৩ | ১৭ | ৩০ | ২২ | ০৮ | -- | -- | ৩০ |
১ম শ্রেণী | ২৭ | ১৬ | ৪৩ | ৩৩ | ১০ | -- | -- | ৪৩ |
২য় শ্রেণী | ২৩ | ২৪ | ৪৭ | ৪১ | ০৬ | -- | -- | ৪৭ |
৩য় শ্রেণী | ১৯ | ২৮ | ৪৭ | ৩৯ | ০৮ | -- | -- | ৪৭ |
৪র্থ শ্রেণী | ১৩ | ১৯ | ৩২ | ২৫ | ০৭ | -- | -- | ৩২ |
৫ম শ্রেণী | ০৫ | ১৪ | ১৯ | ১৪ | ০৫ | -- | -- | ১৯ |
মোটঃ | ১০০ | ১১৮ | ২১৮ | ১৭৪ | ৪৪ | -- | -- | ২১৮ |
সভাপতি জনাব মিছবা উদ্দিন, ১২ সদস্যর পরিচালনা কমিটি।
সহ সভাপতি জনাব মোঃ মগনু
সদস্য সচিব সুবর্ণা রাণী দে
বছর | ছাত্র | ছাত্রী | মোট | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৭ | ০৩ | ১০ | ১৩ | ১৩ | ১০০% |
২০০৮ | ০৩ | ০৭ | ১০ | ১০ | ১০০% |
২০০৯ | ০৩ | ০৬ | ০৯ | ০৮ | ৮৯% |
২০১০ | ০৭ | ১৬ | ২৩ | ২৩ | ১০০% |
২০১১ | ১১ | ১০ | ২১ | ২১ | ১০০% |
চলমান প্রক্রিয়া ৮৩ জন।
১০০% পাশ করে।
১০০% পাশ করবে।
প্রধাণ শিক্ষক, রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
রাধাকান্তপুর, করিমনগর, মৌলভীবাজার।
আকরাম মিয়া, লিংকন মিয়া, সুপ্রিয়া দেবনাথ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস