গিয়াসনগর বাজার সংলগ্ন ঢাকা-সিলেট মহা সড়কের পাশে বিদ্যালয়টির অবস্হান।
গিয়াসনগর গ্রামের নাম অনুসারে বিদ্যালয়টির নাম-করণ করা হয়।
শ্রেণী | বালক | বালিকা | মোট | মন্তব্য |
শিশু শ্রেণী | ১২ | ১৭ | ২৯ |
|
১ম শ্রেণী | ৬২ | ৬২ | ১২৪ |
|
২য় শ্রেণী | ৫৬ | ৫৩ | ১০৯ |
|
৩য় শ্রেণী | ৪৬ | ৪১ | ৮৭ |
|
৪র্থ শ্রেণী | ৩২ | ৫৯ | ৯১ |
|
৫ম শ্রেণী | ১৭ | ৩৮ | ৫৫ |
|
সর্ব মোট | ২২৫ | ২৭০ | ৪৯৫ জন |
|
১১ সদস্যর পরিচালনা কমিটি নিম্ন রুপঃ
জনাব ফরিদ আহমদ সভাপতি
জনাব জবজুল হোসেন সহ সভাপতি
জনাব রিয়াদ আহমদ সদস্য
জনাব মিলন বেগম সদস্য
জনাব রোজী বেগম সদস্য
জনাব রোহেলা বেগম সদস্য
জনাব নগেন্দ্র কুমার নাথ সদস্য
জনাব নাজমিন আক্তার সদস্য
জনাব বিধান চন্দ্র পাল সদস্য সচিব
জনাব তানিয়া সুলতানা চৌধুরী সদস্য
জনাব আমান আলী সদস্য
২০০৭ ইং ------------- ৯০%
২০০৮ ইং-------------- ৭৫%
২০০৯ ইং-------------- ৬১%
২০১০ ইং-------------- ৭৯%
২০১১ ইং-------------- ৯৭.৫%
চলমান প্রক্রিয়া ২০০ জন।
বিদ্যালয়টি সুন্দর ভাবে পরিচালনার মাধ্যমে এলাকাকে আলোকিত করা এবং মান-সম্পন্ন শিক্ষা প্রদানের দারা আলোকিত মানুষ গড়ে তোলা।
প্রধাণ শিক্ষক, গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
গিয়াসনগর, মৌলভীবাজার।
আদনান আহমদ চৌধুরী, তামান্না ইয়াসমীন, ফারজানা আক্তার, মুনীর আহমেদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস