বিদ্যালয়টি মৌলভীবাজার জেলার সদর উপজেলাধীন ১২ নং গিয়াসনগর ইউনিয়নের রণভীম গ্রামে অবস্থিত। উপজেলা হতে বিদ্যালয়ের দুরত্ত ১৭ কিঃ মিঃ।
স্থানীয় গ্রামের নাম অনুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয়। বিদ্যালয়টি ১৯৭৩ সালে জাতীয় করন করা হয়, বিদ্যালয়ের ভূমির পরিমাণ ৫৪ শতক। বিদ্যালয়ের পাশ দিয়ে অন্ধ মনু নামে একটি ছোট নদী প্রবাহিত আছে। হাইল হাওরের পূর্ব দিকে বিদ্যালয়ের অবস্থান।
শ্রেণী | বালক | বালিকা | মোট | মুসলিম | হিন্দু | বৌদ্ধ | খ্রীষ্ঠান | মোট |
শিশু শ্রেণী | ২০ | ১২ | ৩২ | ২৪ | ০৮ | -- | -- | ৩২ |
১ম শ্রেণী | ৪৩ | ৩৬ | ৭৯ | ৬৭ | ১২ | -- | -- | ৭৯ |
২য় শ্রেণী | ৪১ | ৩৭ | ৭৮ | ৬৫ | ১৩ | -- | -- | ৭৮ |
৩য় শ্রেণী | ৪৬ | ৩৭ | ৮৩ | ৬৭ | ১৬ | -- | -- | ৮৩ |
৪র্থ শ্রেণী | ৩৬ | ২৪ | ৬০ | ৪১ | ১৯ | -- | -- | ৬০ |
৫ম শ্রেণী | ২৭ | ২৪ | ৫১ | ৩৪ | ১৭ | -- | -- | ৫১ |
মোটঃ | ২১৩ | ১৭০ | ৩৮৩ | ২৯৮ | ৮৫ | -- | -- | ৩৮৩ |
১১ সদস্যর পরিচালনা কমিটিঃ
মোঃ মনোয়ার হোসেন সভাপতি
হাজী রফিক মিয়া সহ সভাপতি
সৈয়দা ফেরদৌসী সুলতানা প্রধাণ শিক্ষক
কয়েছ আহমদ সহ শিক্ষক
রত্না চক্রবর্তী সদস্য
জয়তি চন্দ ঐ
অরবিন্দ কুমার রায় ঐ
শিউলি বেগম ঐ
সাহিদ মিয়া ঐ
আব্দুর রহিম ঐ
রামজনম ভর ঐ
বছর | ছাত্র | ছাত্রী | মোট | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৭ | ২৫ | ১৫ | ৪০ | ৩৪ | ৮৫% |
২০০৮ | ১৭ | ০৯ | ২৬ | ২৪ | ৯২% |
২০০৯ | ২৪ | ১৯ | ৪৩ | ৩৬ | ৮৪% |
২০১০ | ১৯ | ২৮ | ৪৭ | ৩৬ | ৮৪% |
২০১১ | ০৮ | ২৫ | ৩৩ | ৩১ | ৯২% |
চলমান প্রক্রিয়া ১৫৬ জন।
২০১০ সালে একটি বৃত্তি প্রাপ্ত হয়। ২০১১ সালের সমাপনী পরীক্ষায় ভাল সাফল্য অর্জিত হয়।
উচ্চ বিদ্যালয়ে রুপান্তর করার পরিকল্পনা রয়েছে।
প্রধাণ শিক্ষক, রণভীম সরকারি প্রাথমিক বিদ্যালয়,
রণভীম, মৌলভীবাজার।
কল্পনা রায়, এনামুল হক, সুমি চন্দ, সৌরভ রায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস