বিদ্যালয়টি মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে অবস্হিত।
স্থানীয় ফাজিলপুর গ্রামের নাম অনুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয়।
শ্রেণী | বালক | বালিকা | মোট | মন্তব্য |
শিশু শ্রেণী | ০৮ | ০৬ | ১৪ |
|
১ম শ্রেণী | ১৫ | ১৫ | ৩০ |
|
২য় শ্রেণী | ২০ | ২০ | ৪০ |
|
৩য় শ্রেণী | ২০ | ১৪ | ৩৪ |
|
৪র্থ শ্রেণী | ২২ | ১৭ | ৩৯ |
|
৫ম শ্রেণী | ১৫ | ১১ | ২৬ |
|
সর্ব মোট | ১০০ | ৮৩ | ১৮৩ জন |
|
বর্তমান পরিচলনা কমিটির তথ্যঃ
পরিচালনা কমিটির সদস্য সংখ্যা= ১২ জন।
১. জয়নাল আবেদীন - সভাপতি
২. বাবুল বৈদ্য - সহ সভাপতি
৩. পূর্ণিমা রাণী দেবী - সদস্য
৪. বাবলা দত্ত - সদস্য
৫. সৈয়দ রয়েল আহমেদ - সদস্য
৬. সৈয়দ এনামুল কবির - সদস্য
৭. রুবি বেগম - সদস্য
৮. হাজেরা বেগম - সদস্য
৯. পারুল বেগম - সদস্য
১০. জব্বার মিয়া - সদস্য
১১. মোঃ ফরিদ মিয়া - সদস্য
১২. বাসন্তী ভট্রাচার্য্য - সদস্য
২০০৭ ইং ----- ১০০%
২০০৮ ইং ----- ১০০%
২০০৯ ইং ----- ৬৫%
২০১০ ইং ----- ৮৬%
২০১১ ইং ----- ১০০%
চলমান প্রক্রিয়া - ৮২ জন।
অত্র এলাকায় বিদ্যালয়টি অত্যান্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে জ্ঞ্যাণের আলো ছড়িয়ে দিতে সহায়তা করছে।
১. সমাপনী ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখা।
২. বৃত্তি প্রাপ্তি নিশ্চিত করা।
৩. বিদ্যালয়কে সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনা করা।
প্রধাণ শিক্ষক, ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার সদর।
বিদ্যালয়টি ১২ নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদ সড়কের পাশে অবস্হিত। উপজেলা পরিষদ হতে বিদ্যালয়টির দুরত্ত ৫ কিঃ মিঃ।
মাধবী বৈদ্য, সুমন মিয়া, মিজানুর রহমান, পবিত্র দে, কাজল রেখা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস